Dark ModeLight Mode

সিএমএসএফকে লভ্যাংশের এক কোটি ২৫ লাখ টাকা দিল আইসিবি

News

05 Aug 2024

https://cms.icbamcl.gov.bd/admin/uploads/blog/40/17251783677ChbS.jpg

ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ডকে (সিএমএসএফ) এক কোটি পঁচিশ লাখ টাকার লভ্যাংশ দিয়েছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।সিএমএসএফের চেয়ারম্যান এবং সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান সিএমএসএফ’র পক্ষ থেকে ওই টাকার চেক গ্রহণ করেন। বুধবার সিএমএসএফ’র থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহমুদা আখতারের নেতৃত্ব একটি প্রতিনিধি দল ‘আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড’র ২০২৩ সালের লভ্যাংশ ১ কোটি ২৫ লাখ টাকার একটি চেক প্রদান করতে ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) ব্যবস্থাপনা অফিসে যান। সিএমএসএফ উক্ত মিউচুয়াল ফান্ডের (৫০ শতাংশ) পৃষ্ঠপোষক হিসাবে চেকটি গ্রহণ করে।

সিএমএসএফ এবং আইসিবি এএমসিএলের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে চেক গ্রহণ অনুষ্ঠানটি আইসিবি এএমসিএল এবং সিএমএসএফের মধ্যে চলমান অংশীদারিত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে সংস্থাটি।

সোর্স :দৈনিক দেশ প্রতিক্ষণ।