Dark ModeLight Mode

বিএসইসি’র নবনিযুক্ত কমিশনারগণকে আইসিবি’র ফুলেল শুভেচ্ছা

News

23 May 2024

https://cms.icbamcl.gov.bd/admin/uploads/blog/27/1725167712fUTnB.jpg

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হিসেবে পুনঃনিয়োগ পাওয়ায় অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ এবং নবনিযুক্ত কমিশনার ড. এটিএম তারিকুজ্জামান সিপিএকে ফুলেল শুভেচ্ছা জানান আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন।

এছাড়া সেসময় উপস্থিত ছিলেন, আইএএমসিএল’র প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ মাহমুদা আক্তার, আইএসটিসিএল’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, আইসিএমএল’র প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ মাজেদা খাতুন এবং আইসিবি’র মহাব্যবস্থাপক মোঃ আনোয়ার শামীম।

সোর্স : অর্থসূচক