ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও এর আওতাধীন সাবসিডিয়ারি কোম্পানি- আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড ও আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড এর খুলনা অঞ্চলের অংশীজনের অংশগ্রহণে সভা ০৪ মার্চ, ২০২৪ তারিখে হোটেল ক্যাসেল সালাম লিমিটেড, খুলনা এ অনুষ্ঠিত হয়।
আইসিবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ড. সুবর্ণ বড়ুয়া, ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব বদরে মুনির ফেরদৌস, ৩টি সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাগণ, মহাব্যবস্থাপকগণ এবং সংশ্লিষ্ট কর্মচারীসহ খুলনা অঞ্চলে আইসিবি ও এর সাবসিডিয়ারি কোম্পানিসমূহের সেবা গ্রহণকারী গ্রাহক ও অন্যান্য অংশীজন উক্ত সভায় অংশগ্রহণ করেন।
এছাড়া, খুলনা শিপইয়ার্ড লিমিটেড, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের অংশীজন সভায় অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত অংশীজন পুঁজিবাজার উন্নয়ন ও আইসিবির গ্রাহক সেবা বিষয়ে তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।
সোর্স : শেয়ারবাজারনিউজ.কম