Dark ModeLight Mode

আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের এজিএম অনুষ্ঠিত

News

07 Oct 2023

https://cms.icbamcl.gov.bd/admin/uploads/blog/50/1725181362ZoI34.jpg

আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানির শেয়ার মালিকগণ ২০২২-২৩ অর্থবছরের জন্য ১০০% নগদ ও ৫০% স্টক অনুমোদন করেন।

শনিবার (০৭ অক্টোবর) দুপুর ১২ টায় সভাটি অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় ৩০ জুন ২০২৩ তারিখে সমাপ্ত কোম্পানির ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক হিসাব অনুমোদিত হয়।

২০২২-২৩ অর্থবছরে কোম্পানির ৬৬ কোটি টাকা নীট মুনাফা অর্জিত হয়েছে। ফলে কোম্পানির ১০০ টাকা অভিহিত মূল্যের শেয়ার প্রতি আয় হয়েছে ১৬৯ টাকা ৪৫ পয়সা।

কোম্পানির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ কিসমাতুল আহসান বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন। সভায় কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মিসেস মাহমুদা আক্তারসহ অন্যান্য পরিচালকবৃন্দ এবং শেয়ার মালিকগণ উপস্থিত ছিলেন।

সোর্স : অর্থসূচক