Dark ModeLight Mode

আইসিবি’র পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ

News

22 Feb 2024

https://cms.icbamcl.gov.bd/admin/uploads/blog/49/1725181098A1fvH.jpg

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও আইসিবি’র অধীনস্ত সাবসিডিয়ারি কোম্পানিসমূহ এর পক্ষ থেকে বুধবার (২১ ফেব্রুয়ারি) ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।

পরবর্তীতে কর্পোরেশনের প্রধান কার্যালয়ে ভাষা শহীদদের উদ্দেশ্যে দোয়া, মিলাদ ও মোনাজাতের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন, আইসিবি’র ৩টি সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাগণ এবং মহাব্যবস্থাপকগণসহ কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মচারী উপস্থিত ছিলেন।

সোর্স : businesseyebd.com