Dark ModeLight Mode

আইএএমসিএলের ৬০ শতাংশ অন্তর্বর্তী ডিভিডেন্ড পেল আইসিবি

News

07 May 2024

https://cms.icbamcl.gov.bd/admin/uploads/blog/47/1725179967Ih0yw.jpg

২০২৩-২৪ অর্থবছরের জন্য আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইএএমসিএল) কর্তৃক ঘোষিত ৬০ শতাংশ অন্তর্বর্তী ডিভিডেন্ডপত্র আইসিবিকে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (০৭ মে) আইসিবির প্রধান কার্যালয়ে হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আইএএমসিএল প্রধান নির্বাহী কর্মকর্তা মিসেস মাহমুদা আক্তার কোম্পানির পক্ষে আইসিবি’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেনকে ডিভিডেন্ডপত্র হস্তান্তর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিবি ও আইএএমসিএল’র উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।

সোর্স : sharenews24.com.